Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর বাউফলের করোনা পজেটিভ এক বৃদ্ধার মৃত্যু

জেলায় মোট মৃত্যু -৬

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৫:৩৪ পিএম

পটুয়াখালী বাউফলে করোনায় আক্রান্ত সামছুন্নাহার (৭০) নামের এক নারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকাল তিনটার দিকে মারা গেছেন। তার বাড়ি কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা বলেন, সামছুন্নাহার বেগম রবিবার করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।গতকাল রাতে আমরা তার করোনা পজেটিভ রিপোর্ট পেয়েছি।বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় আজ বিকেল তিনটার দিকে তিনি মারা যান।
উল্লেখ এ পর্যন্ত বাউফলে করোনয় আক্রান্ত হয়ে দুই মারা গেছেন। তার মধ্যে একজন নারী ও একজন পুরুষ। আক্রান্ত হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১জন। বাকি ২ জন আইসোলেশনে আছেন।
এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬ এ পৌছল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ