Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে দুই উপজেলা ও এক পৌরসভা লকডাউন

বান্দরবান জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ৩:৫২ পিএম

করোনা সংক্রমন প্রতিরোধে বান্দরবান সদর উপজেলা, পৌরসভা এলাকা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষনা করা হয়েছে।
আগামীকাল বুধবার বেলা ১২টার পর থেকে রেড জোন কার্যকর করতে এসব এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছে বান্দরবানের জেলা প্রশাসন। এই সময়ের আগে জনসাধারণকে প্রয়োজনীয় কেনা-কাটা সেরে নেওয়ার অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন। তিনি জানান, রেড জোন ঘোষিত এলাকায় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। তবে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, চিকিৎসক, মানবিক সহায়তা, ত্রান কার্যক্রম বাস্তবায়ন, জরুরী ঔষধ, চিকিৎসা উপকরণ, কৃষি উপকরণ ও পন্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
এদিকে গত সোমাবার নতুন করে বান্দরবানে লুম্বিনি পোষাক কারখানার শ্রমিক'সহ ১৪জন করোনা পজিটিভ সনাক্ত হওয়ার রিপোর্ট দেন কক্সবাজার ল্যাব। এঘটনায় জেলা প্রশাসন এই সদর উপজেলা, রুমা উপজেলা ও বান্দরবান জেলা পৌরসভাকে রেড জোন চিহিৃত করে এই ঘোষণা দিয়েছেন। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাড়ালো মোট ৬০জনে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রæ মারমা জানান, জেলায় সোমবার সনাক্ত ১৪জনই বান্দরবান সদরের বিভিন্ন এলাকার। তাদের মধ্যে পোষাক শ্রমিকের সংখ্যায় বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ