বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৬০) নামের এক শিক্ষক মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে রাজশাহীতে মোট মৃত্যু হলো চারজনের।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গতকাল সোমবার সন্ধ্যায় লুৎফরের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওইদিন রাত ১১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে তিনি মারা গেছেন। গত শনিবার তার গ্রামের বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিলো।
উপ-পরিচালক জানান, তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করবে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দেখা দিলে ৬ জুন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল । গতকাল সোমবার সন্ধ্যার পরে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি হন লুৎফর রহমান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
মোহনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবির জানান, মৃত লুৎফর রহমানকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। দাফনকাজে সহায়তা করবে কোয়ান্টাম ফাউন্ডেশনের লোকজন। আগামীকাল ১০ জুন ওই পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠানো হবে। লুৎফরের মৃত্যুতে মোহনপুর উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হলো। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ের তথ্যানুযায়ী, এ উপজেলায় এখন পর্যন্ত ৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন ও একজন মারা গেলেন। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন। আরেক করোনা আক্রান্ত সেনা সদস্যের বাড়ি লক ডাউন করেছে স্থানীয় প্রশাসন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।