Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে একদিনে করোনা শনাক্ত ১২৯ ও মৃত্যু-২

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১:৪৭ পিএম

রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘন্টায় আরো ১২৯জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও দুজন মারা গেছে। এখন বিভাগে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাড়ালো ১ হাজার ৭৩০ জন। এর প্রায় অর্ধেকই বগুড়া জেলার। আজ মঙ্গলবার (৯ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য একথা জানিয়ে বলেন, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১হাজার ৭৩০ জন। এর মধ্যে মারাগেছেন ১৯ জন। এছাড়া ২৪ ঘন্টায় ১০ জনসহ সুস্থ্য হয়েছে মোট ৩৯৮ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে বগুড়ায় ৮৪ ও সিরাজগঞ্জে ৩৩ ও রাজশাহীতে ৯ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা ক হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বিভাগের সর্বোচ্চ্য আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২১৪ জন। ১৫৯ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ। এছাড়া রাজশাহী জেলায় ৭৬ ও চাঁপাইনবাবগঞ্জে ৫৭ জন, নাটোরে ৬৮ জন, সিরাজগঞ্জ ১৪১ ও পাবনা ১৩১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২৪ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৯জন, যার মধ্যে নগরীর ৫জন।
বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৮৭৪ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন। আর সুস্থ হয়েছেন ৬৩ জন। এ জেলায় ৮ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮৪ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ২১৪ জন শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি ১৮৫ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন। এ পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। ২৪ ঘন্টায় শনাক্ত নতুন কেউ শনাক্ত হয়নি।
নওগাঁয় মোট শনাক্ত হয়েছে ১৫৯ জন। এদের মধ্যে ৯৬ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ৭ জন। এ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্ত নাই।
চাঁপাইনবাবগঞ্জে মোট শনাক্ত হয়েছে ৫৭ জন। এ জেলায় ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন। ২৪ ঘন্টায় শনাক্ত নাই।
নাটোরে মোট শনাক্ত হয়েছে ৬৮ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৩৯ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। গত ২৪ ঘন্টায় শনাক্ত ২জন।
সিরাজগঞ্জে ১৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন, ৩ জন হাসপাতালে। ২ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৩জন।
পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ১৩১। এখানে মারা গেছেন ৩ জন। ৩ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ