Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে উপসর্গ নিয়ে ৩০ মিনিটে আরো ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১:৩৮ পিএম

চট্টগ্রামে করোনাভাইরাস উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মাত্র আধা ঘন্টার মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে এ দুজন মারা যান।
হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব ইনকিলাবকে বলেন, অরবিন্দ দে নামে ৬৫ বছর বয়সী এক রোগী দুপুর ১২ টায় মারা গেছেন। করোনা উপসর্গ ছাড়াও তার ডায়াবেটিস ও হাইপারটেনশন সমস্যা ছিলো। নগরীর হালিশহর এলাকার এ বাসিন্দাকে সকালে জেনারেল হাসপাতাল আনা হয়।

এর আগে সাড়ে ১১ টায় মারা গেছেন মোহাম্মদ আলী নামে ৬০ বছর বয়সী আরো এক জন। তিনি করোনা উপসর্গ এবং সেই সাথে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। তার বাসা নগরীর অক্সিজেন এলাকায়। তাকে ৭ জুন হাসপাতালে ভর্তি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ