Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুতবা অনুসরণ না করার অজুহাতে ইমামদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন -পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ইসলামিক ফাউন্ডেশন লিখিত জুমার নির্ধারিত খুৎবা অনুসরণ না করায় বিভিন্ন স্থানে ইমামদের হয়রানি, নির্যাতন ও গ্রেফতার বন্ধের আহŸান জানিয়ে বলেন, আওয়ামী লীগের দলীয় ক্যাডার দিয়ে ইমাম ও খতীবদের ওপর হাত তুললে সে হাত আল্লাহর গজবে নিপতিত হবে। ইমামদের সাথে খারাপ আচরণ আল্লাহ সহ্য করবেন না। কাজেই খুৎবা নজরদারির নামে ইমামদের ওপর খবরদারি বন্ধ করতে হবে। ইফার খুৎবা না পড়ায় নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের বানদত্ত বাজার জামে মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন ও নাটোরের নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমান অসুস্থতার জন্য জুমার নামাজ পড়াতে না পারায় তাকে বাসা থেকে গ্রেফতার করে অমার্জনীয় অপরাধ করেছে প্রশাসন।
তিনি বলেন, একদিকে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়েছিল এই খুৎবা বাধ্যতামূলক নয় বরং নমুনাস্বরূপ। অপরদিকে সরকারের খাদ্যমন্ত্রী বলছেন, তাদের খুৎবা অনুসরণ না করলে ব্যবস্থা নেয়া হবে। এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা ইমামদের ওপর তাদের খড়গহস্ত প্রসারিত করছে এসব মেনে নেয়া যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুতবা অনুসরণ না করার অজুহাতে ইমামদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন -পীর সাহেব চরমোনাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ