বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোলের দৌলতপুর সীমান্তে ফেনসিডিলের চালান আটকের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। গতকাল সোমবার খুব ভোরে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। তবে বিজিবি আত্মরক্ষার্থে মাদক ব্যবসায়ীদের ওপর ৩ রাউন্ড গুলি ছুড়লে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত রহমত দৌলতপুর গ্রামের মফেজ আলীর ছেলে। আহতাবস্থায় বিজিবি তাকে উদ্ধার করে তাদের হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও ১টি দেশী ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের নায়েক সুবেদার সাইফুল ইসলাম জানান, গতকাল সোমবার খুব ভোরে মাদক চোরাকারবারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দৌলতপুর বালুর মাঠ এলাকায় বিজিবি তাদের ধাওয়া করে। মাদক চোরাচালানিরা বিজিবির উপর আক্রমণ করে। বিজিবি আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি ছুড়লে রহমত আলী নামে এক ফেনসিডিল ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি রহমতকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।