মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস মোকাবিলা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। রোববার ‘কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চীনের কার্যক্রম’ শীর্ষক এই শ্বেতপত্রে ‘বিস্তারিত তথ্য ও বাস্তবতার নিরিখে’ মহামারী কোভিড-১৯ প্রতিরোধের তাদের কঠোর ও সফল প্রক্রিয়াগুলো তুলে ধরেছে। সেখানে মহামারী প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা ও কার্যকর চিকিৎসা পদ্ধতির বিবরণ দিয়ে ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে একতা ও সহযোগিতার ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করা হয়েছে। তথ্য গোপনের অভিযোগে প্রত্যাখ্যান করে চীন বলেছে, প্রাদুর্ভাবের শুরুতেই ভাইরাসটি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তথ্য জানিয়েছে তারা। দীর্ঘ ও বিস্তারিত এই দলিলের সর্বত্রই ‘মানুষকে শীর্ষ স্থানে রাখা’ এবং ‘যে কোনো মূল্যে প্রাণ বাঁচানো’ শব্দগুচ্ছ বারবার উল্লেখ করা হয়েছে। বিশ্বের সর্বাধিক অর্থাৎ ১৪০ কোটি জনসংখ্যার দেশ হিসেবে এত অল্প সময়ের মধ্যে চীন কিভাবে বৈশ্বিক মহামারী করোনা বিস্তার ঠেকাতে সক্ষম হলো তারই অভিজ্ঞতা এই শ্বেতপত্র।কোভিড-১৯ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) দৃঢ় ও চৌকস নেতৃত্বের বিষয়টি সবার সামনে এসেছে। ভাইরাসটির প্রকোপ শুরুর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সবসময় মানুষের প্রাণহানি ঠেকানোর বিষয়টি ও সুস্থতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার স্থানে রাখেন বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট শির নেতৃত্ব ও নিদের্শনায় করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশ ও তার রাজধানী উহান দ্রুত লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্বেতপত্রে বলা হচ্ছে, ‘একটি বিশেষ সংকটে নেওয়া এই ব্যবস্থা একটি বড় দেশের নেতা হিসেবে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ, প্রাণ ও নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি ফুটে ওঠে।’ শ্বেতপত্রে আরও বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং করোনা নিয়ে অন্তত ১৪ বার সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সভায় নিজে উপস্থিত থাকেন এবং সভাপতিত্ব করেন। সিনহুয়া, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।