Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুকুরের তাড়ায় ৬ দিন কুয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০২০, ১২:০১ এএম

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি কুয়ায় পড়ে যাওয়ার ছয়দিন পর এক ব্রিটিশ যুবককে উদ্ধার করা হয়েছে। সোমবার বিবিসি এ তথ্য জানায়। জ্যাকব রবার্টস নামে ২৯ বছর বয়সী এক যুবক কুকুরের তারা খেয়ে পেকাতু গ্রামের চার মিটার গভীর একটি কুয়ায় পড়ে নিজের পা ভেঙে ফেলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়ায় অল্প পরিমাণ পানি থাকায় তিনি জীবিত ছিলেন। কিন্তু পা ভেঙে যাওয়ায় তিনি বের হতে পারেননি। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান গেদে দারমাদা এএফপিকে বলেন, জ্যাকব কুকুরের তাড়া খেয়ে চার মিটার গভীর একটি কংক্রিটের কূপের মধ্যে পড়ে গিয়েছিলেন। স্থানীয় এক কৃষক গরু চরানোর জন্য মাঠে যাওয়ার সময় তার চিৎকার শুনতে পান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষকে জ্যাকব বলেছেন, কুকুরের ধাওয়া খেয়ে হোঁচট লেগে তিনি কূপের মধ্যে পড়ে যান। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬-দিন-কুয়ায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ