Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ২:০৪ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
৩৫ বিজিবি, জামালপুরের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, গতকাল রোববার সন্ধ্যায় রৌমারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৯/এমপি হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধনারচর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৫২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ১টি মোটর সাইকেল সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের মধ্যে মোঃ আজাদ হোসেন (৪০), পিতা-মৃত নুরুল হুদা ও মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মৃত কাছিম উদ্দিন উভয়েই রৌমারীর উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক ব্যবসায়ী

২২ ফেব্রুয়ারি, ২০২২
৬ জুলাই, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ