Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা জানানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ১:৩৩ পিএম

সারাদেশের আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কি না তা মঙ্গলবারের (৯ জুন) মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে কোভিড রোগীদের জন্য কতটা আইসিইউ আছে, কতটা বেড আছে তাও জানাতে বলা হয়েছে।
সোমবার (০৮ জুন) এই নির্দেশনা দেন হাইকোর্ট।
এর আগে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে জানা যায়, দেশে কোভিড মোকাবিলায় সরকারি বেসরকারি হাসপাতালে মোট বরাদ্দকৃত আইসিইউর সংখ্যা ৩৯৯। এর মধ্যে ২৫৬টি ঢাকায়, ১৩৪ টি অন্যান্য জেলায়। প্রতিদিন যে হারে রোগী বাড়ছে তাতে প্রয়োজনে আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় সুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সিট খালি হওয়া পর্যন্ত।
জানা যায়, দেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে ঢাকায় প্রায় চারশতাধিক ও ঢাকার বাইরে বাকি ছয়'শ। অথচ অধিকাংশ কাজ শেষ করেও চালুর অপেক্ষায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় ৪০টি আইসিইউ।
এই তথ্য থেকে জানা যায়, দেশে আঠারো কোটি মানুষের বিপরীতে আইসিইউ আছে মাত্র ১ হাজারটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ ডিসেম্বর, ২০২২
১৮ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২
১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ