Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্রেট প্রধানের পদত্যাগ

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট প্রার্থী চুড়ান্ত করতে দলের জাতীয় সম্মেলনের একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট দলের জাতীয় কমিটির প্রধান ডেবি ওয়াসারম্যান শুলজ। গত রোববার (২৪ জুলাই) উইকিলিকসে ই-মেইল ফাঁসের ঘটনার পরপরই জাতীয় কমিটির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। ওদিকে, বার্নি স্যান্ডার্স শুলজের সমালোচনা করে বলেছেন, তার জাতীয় কমিটির সভাপতি পদে থাকা উচিত নয়। গতকাল সোমবার থেকে ফিলাডেলফিয়ায় শুরু হয় ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলন। এর মধ্যে দিয়েই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আনুষ্ঠানিকভাবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে যাচ্ছেন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রার্থী হওয়ার গৌরব লাভ করতে যাচ্ছেন তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেমোক্রেট প্রধানের পদত্যাগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ