Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে আক্রান্ত ৪ হাজার ছাড়ালো শনাক্ত আরো ১০৬ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৯:২২ এএম

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৬১৬ নমুনা পরীক্ষা করে ১০৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
রোববার রাতে নতুন করে ১০৬ জন আক্রান্ত হওয়ার এ তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি ।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৩ জনে।

রোববার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয় ২৮৭টি। এতে মহানগরী এলাকায় ১৪ এবং উপজেলার ২৮ জনের সংক্রমণ ধরা পড়ে। চমেক ল্যাবে ১৫১ নমুনা পরীক্ষায় মহানগরীর ৪১ জনের নমুনায় সংক্রমণ পাওয়া গেছে।

ভেটেরিনারি ল্যাবে ১৪৮ নমুনা পরীক্ষা করে ২০ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজে এদিন চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে তিনজনের মধ্যে। এরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৯ জনে। আর সুস্থ হয়ে এদিন সকাল পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ২৭৪ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৬২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ