বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৭ জুন) রাত সাড়ে নয়টার দিকে তিনি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিলো ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী রিনা হাসান, দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আহসানউল্লাহ হাসান বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আহসান উল্লাহ হাসান বেশ কয়েকদিন আগে করোনাক্রান্ত হন। শনিবার তার অবস্থার অবনতি হওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে গেলেও কোথাও ভর্তি করানো যায়নি। রোববার দুপুরে তাকে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী রিনা হাসানও করোনাক্রান্ত।
বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।