বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টার ব্যবধানে খুলনার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগের দশ জেলায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলো।
আজ রোববার বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর, খুলনা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। মৃত রোগীদের মধ্যে একজনের বাড়ী খুলনায়, বাকি দুইজন বাইরের জেলার।
সর্বশেষ রোববার দুপুর ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মহানগরীর মোহাম্মদনগর এলাকার বাসিন্দা।
এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩ টায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আলী মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ইমাম ছিলেন।
এছাড়াও শনিবার দুপুর ৩ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তথ্য গোপন করে চিকিৎসা নেওয়াকালে আমির হোসেন (৭৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরে জানা গেছে ওই ব্যক্তি আগে থেকেই করোনা আক্রান্ত ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, এ নিয়ে খুলনার মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু হলো। এর আগে রূপসার উপজেলায় ৩ জন ও দিঘলিয়ার একজন করোনায় মারা গেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত খুলনা বিভাগের দশ জেলায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হলো। এর মধ্যে রয়েছে খুলনায় ৫ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১ জন, নড়াইলে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।