Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ সমাবেশ ফ্লোরিডার ট্রাম্প গল্ফ রিসর্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৬:৪৮ পিএম

এবার ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদকারীদের শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে ফ্লোরিডার ট্রাম্প গল্ফ রিসর্টে।শনিবার মিয়ামির ঠিক বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গল্ফ রিসর্টে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ‘ভোট হিম আউট’ বলে শ্লোগান দিতে থকে। -ইয়ন

এর আগে ওয়াশিংটনে বিক্ষোভ সহিংস হয়ে উঠলে ট্রাম্প হোয়াইট হাউসের বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন, সে বিষয়কে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা শ্লোগান দেয় ‘ডোন্ট বি আ বাংকার বয়’ । ন্যশনাল ফুটবল লিগ এনএফএল কোয়ার্টারব্যাক ড্রু ব্রিসের জনপ্রিয় হাঁটুর পোজটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। গত ২৫ মে মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে আটক করে রাস্তায় ফেলে ঘাড়ে হাঁটু তুলে দিয়ে প্রায় নয় মিনিট ধরে রাস্তার সঙ্গে চেপে ধরে রাখেন এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। এতেই তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ