Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না’গঞ্জে আরও ১২০ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৩৫০০

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৬:২৪ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১০২জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩ হাজার ৫’শ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নেই। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৫। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ ৭ জুন (রোববার) এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল ৬জুন (শনিবার) তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৯৮। মোট সুস্থ ৯১০জন। মোট মৃত্যু ৮৫। আজ রোববার (৭ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (৬জুন সকাল ৮টা হতে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ১০২ জন, মোট আক্রান্ত ৩৫০০জন। নতুন কোন সুস্থের তথ্যও নেই, মোট সুস্থ ৯১০ জন। এবং গত ৫দিন যাবত( ৩, ৪, ৫, ৬ ও ৭ জুন) নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে মোট মৃত্যু ৮৫জন। এনিয়ে ১২০ঘন্টায় নারায়ণগঞ্জে কোন মৃত্যু নেই।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ২৮৮, বন্দর উপজেলায় ১০৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১২৯৫, রূপগঞ্জ উপজেলায় ৫৩৯, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯০ ও সোনারগাঁও উপজেলায় ২৮৫ জন। পুরো জেলায় ৩৫০০ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৭, বন্দর উপজেলায় ১৯, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫১৩, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯৩ ও সোনারগাঁও উপজেলায় ২৮ জন। পুরো জেলায় ৯১০ জন।এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে - আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ২, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৫৩, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৮, সোনারগাঁও উপজেলায় ৮ জন। পুরো জেলায় ৮৫জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ