Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হলো করোনা আক্রান্ত সাবেক মেয়র কামরানকে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৬:০১ পিএম | আপডেট : ৬:০৬ পিএম, ৭ জুন, ২০২০

করোনায় আক্রমনে আশংকাজনক অবস্থ্য়া এয়ারঅ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেয় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আ’লীগের সাবেক সভাপতি ও সিলেটে সিটি করপোরেশনের একাধিক বারের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিকেল সাড়ে ৫টায় ঢাকার পথে রও্য়ানা হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে শিহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, করোনার উপসর্গ ছাড়াও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিস সহ রয়েছে নানা শারীরিক সমস্যা। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল সিলেটে। তবে পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ