Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

তুরস্কের সাথে আকাশ-সংযোগ স্থাপন করছে যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৫:৩৫ পিএম

আগামী ১৫ জুলাই থেকে বৃটিশ পর্যটকদেরকে প্রবেশের অনুমতি দিয়েছে তুরস্ক। এই লক্ষে দুই দেশের মধ্যে একটি ‘আকাশ-সংযোগ’ চুক্তি সাক্ষরিত হকে যাচ্ছে। এর ফলে, তুরস্কে বৃটিশ পর্যটকদের আর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

‘আকাশ-সংযোগ’ চুক্তির মাধ্যমে কোয়ারেন্টিন ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণের সুযোগ পান সংশিষ্ট দেশের নাগরিকরা। যুক্তরাজ্য আরও কয়েকটি দেশের সাথে এই চুক্তি নিয়ে আলোচনা করছে। এর ফলে মহামারীর মধ্যে আরোপিত বিধিনিষেধের কারণে খাদের কিনারে চলে যাওয়া ভ্রমণ খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে সম্মত হওয়া দেশগুলোর সাথে ভ্রমণ করিডোর স্থাপতি হবে, তার মাধ্যমে যুক্তরাজ্যে আসা কিংবা সেখান থেকে যাওয়া পর্যটক ও ব্রিটিশ নাগরিকরা ১৪ দিনের কোয়ারেন্টিন থেকে রক্ষা পাবেন। এই নীতি সোমবার থেকে কার্যকর হবে।

তুরস্কের পরিবহণমন্ত্রী আদিল কারাইসমাইলগ্লু জানিয়েছেন, জুনের মধ্যে প্রায় ৪০ টি দেশের সাথে পুনরায় বিমান চলাচল শুরু করার পরিকল্পনা করছে তুরস্ক। তিনি বলেন, তুরস্ক ১৫ টি দেশের সাথে পারস্পরিক বিমান ভ্রমণের প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে।

তুরস্কের একজন সরকারী কর্মকর্তা জানান, যুক্তরাজ্যের সাথে একটি চুক্তি অনুমোদনের মুখে রয়েছে এবং দু’দেশের মধ্যে পুনরায় যাত্রা শুরু করার জন্য প্রাথমিকভাবে ১৫ জুলাই তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্তটি করোনভাইরাসের সর্বশেষ সংক্রমণের হারের ভিত্তিতে হবে। দু’পক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যুক্তরাজ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।’

এই খবরটি পর্যটন শিল্পের জন্য বড় স্বস্তি। গত বছর ২৫ লাখের বেশি ব্রিটিশ নাগরিক ছুটি কাটাতে তুরস্কে এসেছিলেন। যুক্তরাজ্য সরকার এর আগে একটি বিবৃতি জারি করে বলেছিল যে, তারা যাত্রীদের জন্য কোয়ারেন্টিন ব্যবস্থার প্রয়োজনীয়তা অপসারণের জন্য দেশগুলোর সাথে ‘আকাশ-সংযোগ’ ব্যবস্থায় যেতে চেষ্টা করছে।

ইজিজেট, ভার্জিন আটলান্টিক এবং ব্রিটিশ এয়ারওয়েজ সহ বড় বড় বিমান সংস্থাগুলোর সাথে সম্মতি অনুসারে, বৃটিশ সরকার ভ্রমণকে অগ্রাধিকার দেয়ার জন্য ৪৫ টি দেশের একটি তালিকা তৈরি করেছে। তালিকায় তুরস্ক, স্পেন, গ্রীস এবং মার্কিনযুক্তরাষ্ট্র সহ শীর্ষ পর্যটন স্থানগুলো রয়েছে।

আঙ্কারা ইতোমধ্যে ইতালি, সুদান, সংযুক্ত আরব আমিরাত, আলবেনিয়া, বেলারুশ, জর্ডান এবং মরক্কো সহ ১৫ টি দেশের সাথে পারস্পরিক বিমান পুনরায় চালু করার প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। চলতি সপ্তাহের শুরুতে জার্মানি বলেছিল যে, তারা ভ্রমণ বিধিনিষেধ পর্যালোচনা করার বিষয়ে তুরস্কের সাথে আলোচনায় যেতে আগ্রহী। তবে এর জন্য তারা ইইউয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে। সূত্র: ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য-তুরস্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ