Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় নতুন করে কাস্টম কর্মকর্তা করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ৫:২৬ পিএম

মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে আজ রবিবার নতুন করে ১ জন করোনা রুগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৫ জনে দাড়ালো। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন।

মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: আরিফুর রহমান জানান, রবিবার গত ২৪ ঘন্টায় নতুন করে ১ কাস্টমস অফিসারের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তির বাড়ি মাগুরা সদরের পুলিশ লাইন পাড়া এলাকায়। এ নিয়ে মাগুরা সদরে আক্রান্তের সংখা হলো ১৮ জন। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৫জন। তাদের মধ্যে মাগুরা সদরে ১৮, শ্রীপুরে ৭, শালিখায় ৫ ও মহম্মদপুরে ৫জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯জন। আক্রান্ত মাগুরা এসপি অফিসে চাকুরীরত পুলিশ সদস্য সুফিয়ানকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ১৫ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরা নিজ নিজ বাড়ীতে সুস্থ্য আছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ