Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন হাজার ছুতে চলেছে

বরিশাল মহানগরীর ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে কোন উদ্যোগ নেই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:৩১ পিএম

দক্ষিণাঞ্চলে ভয়াবহ করোনা সংক্রমন হাজার ছুতে চলেছে। বরিশাল মহানগরীর পরিস্থিতি ক্রমে ঝুকিপূর্ণ অবস্থায় পৌছলেও তা থেকে উত্তরনে নুন্যতম কোন উদ্যোগ নেই। অথচ স্বাস্থ্য বিভাগ থেকে অবিলম্বে বরিশাল মহানগরী লক ডাউন করার সুপারিশ করা হয়েছে। রবিবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন করে আক্রান্ত হয়েছে ৫১ জন। যার মধ্যে বরিশাল জেলায় ৪৯ জনের মধ্যে ৪৫ জনই মহানগরীতে। এছাড়া পটুয়াখালীতে নতুন করে দুজনের দেহে করেনা ভাইরাস সনাক্ত হয়েছে বলে জানা গেছে। এ জেলাটির পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেও করেনা সংক্রমন ঘটেছে। 

রববার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের ৬ জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯৮৩। যার মধ্যে বরিশাল জেলার অবস্থান শীর্ষে । এ জেলায় ৬১৫ কোভিড-১৯ রোগীর মধ্যে মহানগরীতেই আক্রান্তের সংখ্যা প্রায় পৌনে ৬শ। এনগরীতে পুলিশ বাহিনীর প্রায় দেড়শ সদস্য ইতোমধ্যে কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছে। চিকিৎসা কর্মী আক্রান্তের সংখ্যাও অর্ধ শতাধীক। গোটা মহানগরীর প্রতিটি এলাকায় করেনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এ নগরীতে নুন্যতম স্বাস্থ্য বিধি পালনের কোন বালাই নেই। পথে পথে মানুষের জটলা। দোকানপাট থেকে শুরু করে সব কিছুই চলছে আগের মত করে। এমনকি নগরীতে পথ খাবারের দোকানগুলো পর্যন্ত খুলে দেয়া হয়েছে। চালচিত্র দেখলে কারো বোঝার উপায় নেই যে ভয়াবহ স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে এ নগরীটি। পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারন করতে চললেও কোন প্রতিরোধে নন্যতম কোন কার্যক্রম লক্ষনীয় নয়।
রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ৯৮৩ জনের মধ্যে বরিশালের পরের অবস্থান পিরোজপুরের। জেলাটিতে মোট আক্রান্ত ৮৬, মারা গেছেন ৩জন। বরগুনাতে আক্রান্ত ৮০, মারা গেছেন দুই জন। পটুয়াখালীতে আক্রান্ত ৭৭, মৃত্যু হয়েছে ৪ জনের। ঝালকাঠীতে অক্রান্তের সংখ্যা ৬৩। মারা গেছেন ২জন এবং দ্বীপজেলা ভোলাতে আক্রান্ত ৬২, মৃত্যু হয়েছে দু জনের। তবে দক্ষিণাঞ্চচলে এপর্যন্ত করেনা সংক্রমনে মৃত ১৮ জনের মধ্যে ৫ জনই বরিশালে। এমনকি সারা দেশের তুলনায় দক্ষিণাঞ্চলে মৃত্যু হারও বেশী। এ অঞ্চলে আক্রান্ত ৯৮৩ জনের মধ্যে ১৮জনের মৃত্যু হয়েছে। যা প্রায় ২%-এর কাছে। অথচ সারা দেশে এ হার ১.৪০%-এর নিচে। পটুয়াখালী সহ অন্য জেলাগুলোর মৃত্যহার আরো বেশী।
তবে গত ২৪ ঘন্টায় পিরোজপুরে নতুন করে ৯জন সুস্থ হবার মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে মোট সুস্থ রোগীর সংখ্যা ২২৩ জনে উন্নীত হয়েছে। অপরদিকে করোনা সংক্রমিত মোট রোগীর মধ্যে এখন পর্যন্ত ২৫%-এরও কম সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারী হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ছিল মাত্র ২০৯জন।
শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে রবিবার সকালে ৩১ জন ও আইসোলেশনে আরো ২৫ জন চিকিৎসাধীন ছিল। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালটির আইসোলেশনে নতুন ৯জনকে ভর্তি করা হলেও করোনা ওয়ার্ডে কোন নতুন রোগী ভর্তি হয়নি। দক্ষিণাঞ্চলে সর্ববৃহত এ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিতে এ অঞ্চলের সব জেলা-উপজেলার রোগী ভর্তি হলেও ইতোমধ্যে প্রায় ৫০ জন চিকিৎসক ও নার্স সহ চিকিৎসা কর্মীও আক্রান্ত হয়েছেন। হাসপাতালটির উপ-পরিচালকও করোনা সংক্রমিত হয়ে এখন হোম আইসোলেশনে। এমনকি শের এ বাংলা মেডিকেল কলেজের যে পিসিআর ল্যাবে করেনা ভাাইরাস চিঞ্হিত করার কাজ চলছে, সেখানে এক কর্মীও আক্রান্ত হওয়ায় রবিবার ল্যাবটি জীবানু মূক্ত করতে সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করেনা ওয়ার্ডে এ পর্যন্ত ভর্তিকৃত ৯২জনের মধ্যে ৪৬জনকে সুস্থ্যবস্থায় ছাড়পত্র প্রদান করা হয়েছে। মৃত্যু হয়েছে ৯জনের। অপরদিকে এ হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত ১৯৯ জনের মধ্যে ১২০জনকে ছাড়পত্র প্রদানের পাশাপাশি আরো কুড়ি জনকে অন্যত্র রেফার করা হয়েছে। তবে এ ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যারমধ্যে ৩জনের রক্তে পরিক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ