Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিট সংকটে কুমিল্লায় করোনা পরীক্ষা বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১০:৫৯ এএম

পরীক্ষার অপেক্ষামান রয়েছে আগে নমুনা দিয়ে রাখা এক হাজারের উপর মানুষ। নতুন করে আর নেয়া হচ্ছে না। কিট সংকটের কারণে কুমিল্লায় মেডিকেল কলেজে গত দুই দিন ধরে করোনার পরীক্ষা করা যাচ্ছে না। সম্পূর্ন বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। যার কারণে স্যাম্পল সংগ্রহ করাও স্থগিত রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার অপেক্ষামান রয়েছে আগে নমুনা দিয়ে রাখা এক হাজারের উপর মানুষ। ফলে করোনার উপসর্গ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে ভুক্তভোগী লোকজন। কিট সংকটের কারণে কুমেকে করোনার পরীক্ষা বন্ধ রয়েছে এ কথা স্বীকার করে কুমেক অধ্যক্ষ ডা.মোস্তফা কামাল আজাদ জানান, আশা করি রোববার কিট এসে পৌছলে আমরা আবার কাজ শুরু করতে পারব ।
কুমিল্লা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল থেকে কুমেকে আনুষ্ঠানিক ভাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথমে এক শিফট চালু হলেও পরবর্তীতে দুই শিফটে কাজ করা হয়। কখনো কখনো কাজের চাপ বেড়ে গেলে তিন শিফটেও নমুনা পরীক্ষা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ