বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের বানারীপাড়ায় করোনা উপসর্গ নিয়ে স্থানীয় এক শ্রমিকলীগ নেতা নাসির উদ্দিন (৫৩) মৃত্যুবরণ করছেন। তিনি বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন লিটনের বড় ভাই ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর থেকে তাকে বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসার পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুর পর শুক্রবার রাতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।