বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ আলী মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩ টায় করোনা ডেডিকেটেড ডায়াবেটিক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে । তিনি পেশায় একজন ইমাম ছিলেন।
করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বলেন, ওই ব্যক্তির ফুসফুসে আগে থেকেই সমস্যা ছিল। সে গত ২৫ মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পাঁচ দিন আগে একবার তার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। কয়েকদিন পরে তার আবার টেস্ট করতে চেয়েছিলাম। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ এখনো হাসপালাতে আছে। নিয়ম মোতাবেক হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, এই নিয়ে খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হলো। এর মধ্যে রয়েছেন খুলনায় ৪ জন, বাগেরহাটে ২ জন, নড়াইলে ২ জন, মেহেরপুরে ২ জন ও চুয়াড়াঙ্গায় ১ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।