Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা কারফিউয়ে ১৫ জনকে হত্যা করেছে কেনিয়ান পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০১ এএম

মিনেসোটার মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে এক কৃষ্ণাঙ্গ হত্যার পর বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র ও গোটা বিশ্ব। ওই ঘটনার পর থেকে একে একে উঠে আসছে পুলিশের বৈষম্যম‚লক আচরণ ও ববর্ররা। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে লকডাউনের মধ্যে কেনিয়ান পুলিশের নির্যাতনের কথা। নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে দেশে লকডাউন ঘোষণা করেছিল কেনিয়ার সরকার। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ জারি করে তারা। কিন্তু এই সময়ে যারা আইন ভেঙেছেন তাদের জন্য কঠোর ছিল নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ। শুক্রবার ইন্টারন্যাশনাল পুলিশিং ওভারসাইট বডি’র (আইপিওএ) এক বিবৃতি দেখে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কারফিউ শুরুর পর থেকে পুলিশের বিরুদ্ধে ৮৭টি অভিযোগ জমা হয়েছে সংগঠনটির কাছে। অভিযোগগুলো ছিল মৃত্যু, গুলি, হেনস্তা, মারধর, ডাকাতি, অমানবিক আচরণ ও যৌন নিপীড়নের। ‘প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, কারফিউ শুরুর পর থেকে পুলিশ কর্মকর্তাদের সরাসরি নিপীড়নের শিকার হওয়ার ঘটনা ঘটেছে ৩১টি এবং মারা গেছেন ১৫ জন।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেনিয়ান-পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ