Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দার্জিলিংয়ে সব হোটেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুলাই থেকে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২০, ১২:০১ এএম

পর্যটকের অভাবে আগামী ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে দার্জিলিংয়ের সব হোটেল। সরকার অনুমতি দিলেও আপাতত হোটেল বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত ৮ জুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব হোটেল খোলার নির্দেশনা দিলেও তাতে সিদ্ধান্ত বদলাচ্ছেন না দার্জিলিংয়ের হোটেল মালিকরা। তাদের দাবি, অদ‚র ভবিষ্যতে শহরটিতে পর্যটক আসার কোনও সম্ভাবনা না থাকায় হোটেল চালু রাখা অর্থহীন। দার্জিলিং ও এর আশপাশের এলাকায় মোট ৩৮০টি হোটেল রয়েছে। অপরূপ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে যেখানে প্রতি বছর প্রায় সাড়ে চার লাখ পর্যটকের সমাগম হয়। কিন্তু করোনাভাইরাস মহামারি ও লকডাউনের কারণে আপাতত পর্যটক আসার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা। এই কারণে গত সপ্তাহের বৈঠকে হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। এ বিষয়ে সংরক্ষণ ও পর্যটন অ্যাসোসিয়েশনের আহবায়ক রাজ বসু বলেছেন, মহামারি কাটলেও পর্যটন খাতে এর ফল ভোগ করতে হবে দীর্ঘদিন। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ