Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে করোনা উপসর্গ ৬ জন নিহত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ৬ জুন, ২০২০, ৭:৪৮ পিএম

চাঁদপুরে করোনা উপসর্গে গত ১২ঘন্টায় ৬জন নিহত হয়েছেন। এর মধ্যে হাজীগঞ্জে মারা গেছেন ৫ জন। মতলব দক্ষিণে ১জন।

হাজীগঞ্জের নিহতরা হলেন, উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের আবদুর রব অরুন, ৬নং বড়কুল ইউনিয়নের ৩জন, তারা হলেন, হাজীগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিব কুমার রায়, বেলচোঁ বাজারের সুপারি ব্যবসায়ী রাধা কৃষ্ণ দাস, একই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের পল্লী চিকিৎসক আহসান উল্যাহর স্ত্রী হোসনে আরা বেগম এবং ধড্ডা গ্রামের আবদুর রবের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ।

মতলব দক্ষিণ পৌরসভার ২ নং ওয়ার্ড দগরপুর এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী (৬৫)। তার পিতার নাম মৃত আঃ জাব্বার পাটওয়ারী । তিনি দুদিন আগে করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন।

নিহতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন ও দাহ করা হয়েছে।

এদিকে জেলায় নতুন করে সাংবাদিকসহ আরো ১৭ জনের করানো শনাক্ত হয়েছে। এ নিয়ে চাঁদপুরে মোট আক্রান্ত ২৭৫ জন। করোনায় মারা গেছেন ২১ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ