মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতি করোনাভাইরাস মহামারির কবল থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে এবং গড় উপস্থিতি বাড়াতে নিউজিল্যান্ডে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সাল থেকে দেশটির সরকার স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্যানেটারি পণ্য সরবরাহ করবে।- দ্য গার্ডিয়ান
দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডেন বলেন, স্যানেটারি প্যাড বা ট্যাম্পুন ব্যবহারের সামর্থ্য না থাকায় পিরিয়ডের সময় স্কুলে না গিয়ে বাড়িতে থাকে প্রায় ৯০ হাজারেরও বেশি শিক্ষার্থী। এদের বয়স ৯ থেকে ১৮ বছর। আর্ডেন আরো বলেন, পিরিয়ডের জন্য স্যানেটারি প্যাড সরবরাহ কোনো বিলাসিতা নয়, এটিই প্রয়োজন। বিনামূল্যে প্যাড সরবরাহ করে আমরা এই শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাওয়া অব্যাহত রাখতে সহায়তা করতে পারবো।
প্রতিবেদনে ওঠে এসে ছে , নিউজিল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষার্থীরা পিরিয়ডের সময় টয়লেট টিস্যু ব্যবহার করতে বাধ্য হয় । ডিগনিটির সহ - প্রতিষ্ঠাতা মিরিন্ডা হিচিং বলেন , এটি সরকারের গৃহীত অসাধারণ বিনিয়োগ। তবে এটি সবেমাত্র শুরু মাত্র। ইয়ুথ১৯ সার্ভের সমীক্ষায় উঠে আসে , ৯ থেকে ১৩ বছর বয়সী ১২ শতাংশ শিক্ষার্থী পিরিয়ডের সময় স্যানেটারি পণ্যে ব্যবহার করতে হিমশিম খায়। ১২ জন শিক্ষার্থীদের মধ্যে ১ জন স্যানেটারি পণ্য ব্যবহার করতে না পারায় স্কুল কামাই করে । ওটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় , যারা পিরিয়ডের সময় স্যানেটারি পণ্য ব্যবহার করতে পারে না তাদের স্বাস্থ্য , আবেগগত বিকাশ , শিক্ষা ও ক্যারিয়ারে এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।