মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিউইয়র্কে বিক্ষোভের সময় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়ায় বাফালো পুলিশ বিভাগের দুই কর্মকর্তাকে বিনাবেতনে সাসপেন্ড করা হয়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তারা বৃদ্ধকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। এতে ফুটপাথে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে ও মারাত্মক আহত হন। জর্জ ফ্লয়েডকে হত্যা ও পুলিশ নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় ওই বৃদ্ধ বাফালোর নায়াগ্রা চত্বরে পুলিশের দিকে এগিয়ে যান। তখন পুলিশ কর্মকর্তারা চিৎকার করে তাকে সরে যেতে বলেন এবং তাকে পিছনের দিকে ধাক্কা দেন। এক কর্মকর্তা হাত বাড়িয়ে তাকে ধাক্কা দিয়েছে বলে দেখা গেছে। এতে তিনি নিচে পড়ে যান। আরেকজন লাঠি দিয়ে তাকে ঠেলা দেন। তৃতীয় এক কর্মকর্তা এসে সহকর্মীদের ওই বৃদ্ধের দিকে ধাক্কা দেন। তখন ওই লোক পড়ে গেলে ফুটপাথের সঙ্গে তার মাথা আঘাত পায়। অনেকটা নিশ্চল হয়ে পড়ে থাকতে দেখা গেছে তাকে। কোনো একজন চিৎকার করে বলছিলেন, তার কান থেকে রক্ত বের হচ্ছে। তার মাথার নিচ রক্তে ডুবে যায়। তখন ওই লোকটিকে নিথর অবস্থায় ফেলে পুলিশ কর্মকর্তারা চলে যান। বাফালোর মেয়র বায়রন ব্রাউন বলেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কাজনক। স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাম্পেন জেফ রিনাল্ডো বলেন, তার মাথায় ক্ষত ও সম্ভাব্য কনকাসনজনিত আঘাত রয়েছে। ওই বৃদ্ধ মস্তিস্কে মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানান এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলোনকার্জ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।