বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে মা মেয়েসহ নতুন করে আরো পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯ জন।
শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
জানা গেছে, গত ২৮ মে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০ জনের নমুনা সংগ্রহ করে ২৯ মে ঢাকার আইপিএইচ ল্যাবে পাঠায়। আজ শুক্রবার তাদের মধ্যে পাঁচজনের করোন্ায় আক্রান্তের খবর পায় স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের মধ্যে তিনজন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন এবং মা মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তদের মধ্যে মধ্যে গোড়াই এলাকায় ভাড়া বাসায় থাকা মা মেয়ে, রাজাবাড়ি গ্রামের এক যুবক, লতিফপুর ইউনিয়নের শেওরাতৈল গ্রামের একজন এবং পৌরসভার বাইমহাটী গ্রামের এক কিশোর রয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জুবায়ের হোসেন আক্রন্তদের বাড়িসহ আশপাশের ২০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।