বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নাগরপুরের এক নারী চিকিৎসক ও পুলিশসহ একদিনে সর্বোচ্চ ২৭ জন করোনাভাইরেসে আক্রন্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদও উপজেলায় ৫জন, নাগরপুর উপজেলায় ৪জন, দেলদুয়ারে ১জন, সখীপুরে ২জন, মির্জাপুরে ৫জন, কালিহাতী ৭জন, ভূঞাপুরে ২জন ও গোপালপুরে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৯ জন। শুক্রবার সাকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৯ ও ৩১ মে-তে পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ২৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত ২১৯।এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৫ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ৬১২জনের।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৬ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দুই জন চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।