Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে নতুন করে পুলিশসহ ৪ জনের করোনা শনাক্ত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৭:৫১ পিএম

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নতুন করে আরো চার ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম এ রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ওই ফলাফল নীলফামারী সিভিল সার্জন অফিসে আসে। এ নিয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত সৈয়দপুর উপজেলায় মোট ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হলো।
গত বুধবার যাদের করোনা পজিটিভ শনাক্তের ফলাফল আসে তারা হচ্ছে, সৈয়দপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) লক্ষœী নারায়ন চন্দ্র রায় (২৯), সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল মো. আলতাফ মাহমুদ (২৫) ও মো. আরিফুজ্জামান মিলন (২৫) এবং ওষুধ ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (৬০)।
উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২৭ ব্যক্তির মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১৪ জন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে একজন এবং একজন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়াও একজন মৃত্যু হয়েছে এবং বাকি ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার উল্লিখিত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ