বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে করোনা টেস্ট শুরু হতেই ধরা পড়ে গলদ। প্রতিটি নমুনায় আসছিলো করোনা পজেটিভ। পরে ধরা পড়ে পিসিআর কিটই ক্রটিপূর্ণ। আর তাই টেস্ট বন্ধ করে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ১ হাজার ৫০০ পিসিআর কিট ফেরত পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর এসএম মনিরুল হাসান জানান, গত দুই দিনে হাটহাজারী ও রাউজান থেকে প্রায় ২০০ নমুনা চবির করোনা ল্যাবে আসে। নমুনা পরীক্ষাও শুরু হয়। কিন্তু কিটগুলো মেশিনে দেওয়ার পর সব নমুনার ফলাফল পজেটিভ আসে। এতে সন্দেহ হলে পরীক্ষা করে কিটে ক্রটি পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদফতরে কিটগুলো ফেরত পাঠানো হয়েছে। নতুন কিট আসলে পুনরায় করোনা পরীক্ষা শুরু হবে। গত ১ জুন চবির জীববিজ্ঞান অনুষদ ল্যাবে করোনার নমুনা পরীক্ষার উদ্বোধন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।