বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারায় ৫ বছরের এক শিশু, সরকার দলীয় এক নেতাসহ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনের। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
আনোয়ারা থানা সূত্রে জানা যায়, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত শুক্রবার ৩৮টি নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার রাতে পরীক্ষার ফলাফলে ৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে ৫ বছরের এক শিশু, এনজিও কর্মী, পোশাক শ্রমিক ও সরকার দলীয় এক নেতা। এছাড়া আরেকজনের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফল আবারও পজিটিভ আসে।
আক্রান্তরা উপজেলার বরুমচড়া, বটতলী, বারখাইন ও জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা। তারমধ্যে তিনজন চট্টগ্রাম শহরে বসবাস করেন। এছাড়া গত মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাংক কর্মকর্তার ফল নেগেটিভ এসেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ২০২ নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।