Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ৫:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৪ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে আসা ২৪৪ টি রিপোর্টে ৩৪জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়। আক্রান্তরা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর-২৪ জন। ব্রাহ্মণবাড়িয়া সদরের ২৪ জনের মধ্যে পৌর এলাকার কাজীপাড়ার ২, পাইকপাড়ার ১, পুলিশ লাইনের পাশে ১, কান্দিপাড়ার ১, শিমরাইলকান্দির ১, মধ্যমেড্ডার ৩, পূর্ব মেড্ডার ১, মেড্ডা পীরবাড়ির ৩, ভাদুঘরের ১, পাওয়ার হাউজ রোডের ১, পদ্মা ব্যাংকের ১, সদর উপজেলার উলচাপাড়ার ১, জেলা জামে মসজিদ রোডের ১ ও মধ্যপাড়া ১ জন। নাসিরনগরে করোনায় আক্রান্ত দু’জন হলেন পুলিশ সদস্য। নবীনগরে ৩ জন, বিজয়নগরে ১জন, কসবায় ২ জন। ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, এনিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০৬ জনে দাঁড়ালো। জেলায় এ পর্যন্ত ৪ হাজার ৬৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৮১ জনের রিপোর্ট পাওয়া গেছে। ৭২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬৯জন। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৬২ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। সে জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা। জানা যায় মারা যাওয়া ওই বৃদ্ধের পরিবারের ৪ জন সদস্যের ইতিমধ্যে পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যদের করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ