বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঠারবাড়ি বাজারের মা-বাবা স্টোর নামের একটি দোকানে ওই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি রায়েরবাজারে বিভিন্ন দোকানে বেশ কয়েকবার পলিথিন জব্দের পরও আবার বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার। এসময় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রির অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ মোবাইল কোর্ট পরিচালনা করে মা-বাবা স্টোর হতে ১০০কেজি পলিথিন জব্দ করে দোকান মালিক মাসুদ মিয়াকে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।