বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলঝে। এপর্যন্ত মোট ৯জন মারা গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫১০ জনে।
বৃহস্পতিবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভারের আলোচিত ধ্বসেপড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক (৬০) ভোরে করোনা পজেটিভ নিয়ে নিজ বাসায় মারা যায়।
এরআগে মঙ্গলবার রাতে নিজ বাসায় ৬২ বছর বয়সী হামিদুর রহমান করোনা পজেটিভ নিয়ে মারা যায়। তিনি সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্যকর্মী। কয়েক বছর আগে তিনি অবসরে যান। ৩০মে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক মৃতদের দাফনের সব ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সাভারে ৯জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। আর আক্রান্ত হয়েছে ৫১০জন। দিন দিন আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বেড়েই চলছে। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলে সাভার বাসিকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।