Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে আরো ১৯জনের করোনা শনাক্ত : মৃত ২০

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১:৩০ পিএম | আপডেট : ৩:৪৯ পিএম, ৪ জুন, ২০২০

চাঁদপুর জেলায় আরো ১৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৫জন, হাজীগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৪জন, মতলব উত্তরে ৩জন, কচুয়ায় ২জন এবং মতলব দক্ষিণে ১জন। চাঁদপুর জেলায় এখন পর্যন্ত করানোয় আক্রান্ত রোগীর সংখ্যা ২৫৫ জন।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় গণমাধ্যমকে জানায়, সকালে আরো ১১৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৯টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত ৫জনের মধ্যে আদালতপাড়ায় ২জন, (বয়স ১৪ ও ১৮) তারা দুইভাই। তাদের বাবা ও মা আগেই আক্রান্ত। শহরের ব্যাংক কলোনী ১জন, বয়স ৪০
শাহমাহমুদপুর ১জন( মহিলা, বয়স ৩৮),
খলিশাডুলি ১জন (বয়স ২৬)।

হাজীগঞ্জে করোনায় আক্রান্ত ৪ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন ।

হাজীগঞ্জে কোভিড -১৯ শনাক্তকৃতদের মধ্যে একজন হলেন উপসর্গে মারা যাওয়া আবুল কাশেম (৫০)। চাঁদপুর জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২০জনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর স্বাস্থ্য বিভাগের সূত্রমতে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৯ জন, ফরিদগঞ্জে ৪১ জন, হাজীগঞ্জে ১৯ জন, শাহরাস্তিতে ১ ৯জন, কচুয়ায় ১৬ জন, মতলব দক্ষিণে ১৩ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ৫ জন।

তবে প্রতিদিনই করোনা শনাক্ত হওয়ার লাফিয়ে লাফিয়ে বাড়লেও যানবাহন ও বাজার ঘাটে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। অধিকাংশ মানুষজন এখনো সচেতন হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ