বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম ধীরেন্দ্র কুমার নাথ। তিনি ছাগলনাইয়া পৌর শহরেে পশ্চিম ছাগলনাইয়া থানাপাড়ার বাসিন্দা। বুধবার রাতে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ ও পরিবার সূত্র জানায়, করোনা উপসর্গ দেখা দেওয়ার পর গত ২৯ মে শুক্রবার ধীরেন্দ্র দেবনাথের নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগারে প্রেরণ করা হয়। ৩১ মে নমুনা পরীক্ষায় রিপোর্টে তার শরীরে করোনা শনাক্ত হয়। বয়স বেশী এবং স্ট্রোকের রোগী হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এ্যাম্বুলেন্স নিয়ে তার বাড়িতে গেলে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে অনাগ্রহ প্রকাশ করেনন। পরবর্তীতে হোম আইসোলেশনে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়।বুধবার রাত ২টায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো: শিহাব উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ছাগলনাইয়ায় এ পর্যন্ত ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩জন সুস্থ হয়েছেন। ৩ জন হাসপাতালে ও ৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলায় ২শ ২ জনের নমুনা পাঠানো হলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে ১শ ৭৩ জনের প্রতিবেদন এসেছে।
গত ১৬ এপ্রিল এক যুবক আক্রান্তের মধ্য দিয়ে জেলায় করোনা রোগী শনাক্ত হয়। তার বাড়ি ছাগলনাইয়ার উপজেলার রাধানগর ইউনিয়নে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।