Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় মাস্ক না পরায় ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় মামলা ও জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২০, ১২:০৭ পিএম

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে চকরিয়ায় ভ্রাময়মান আদালত ১৯টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ।

তিনি জানান, ৩ জুন সকাল এগারটা থেকে বিকাল তিনটা নাগাদ চারঘন্টা সময়ে উপজেলার একাধিক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় আদালত, মুখে মাস্ক না থাকাবস্থায় বাহিরে ঘুরাফেরা কালে একাধিক ব্যক্তি এবং স্বাস্থ্য বিধি না মেনে বেশ কটি বিপণি বিতান খোলা রাখার অপরাধে ১৯টি মামলায় ৫৫ হাজার সাতশত টাকা জরিমানা করে।

এছাড়াও এসময় উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়।

অভিযানে সেনাবাহিনীর সদস্য, থানা পুলিশের একটিদল ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ