Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প চুপ থাকুন

সিএনএন | প্রকাশের সময় : ৩ জুন, ২০২০, ১২:০০ এএম

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প নিজের ব্যর্থতার দায়ভার বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন।
যুক্তরাষ্ট্রে সহিংসতার আগুন ও লুটপাটের জন্য অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আর তিনি নিজের ব্যর্থতাসহ উসকে দেয়ার মতো বেফাস মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করায় মুখ খুলেছেন এক ঊর্ধতন পুলিশ কর্মকর্তা।

আর্ট আচেভোদো নামের ওই পুলিশ কর্মকর্তা গত সোমবার বলেন, ‘কাউন্টির পুলিশ প্রধান হিসেবে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছি, আপনার যদি গঠনমূলক কোনও কিছু বলার না থাকে, তাহলে অন্তত মুখটা বন্ধ রাখুন।’
গত ২৫ মে পুলিশি নির্যাতনের পর মারা যান জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। ঘাড়ে ও পিঠে ক্রমাগত হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ওই আফ্রিকান-আমেরিকান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ