বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর ১৬ থানার মধ্যে ১২টি থানাকে করোনা সংক্রমণের রেড জোন হিসেবে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ায় এসব থানাকে মঙ্গলবার রেড জোন হিসেবে শনাক্ত করে সিভিল সার্জন কার্যালয়।
আক্রান্ত ৩২৪ জন হওয়ায় শীর্ষে রয়েছে কোতোয়ালী থানা। এছাড়া পাঁচলাইশে ২১৫, খুলশীতে ১৮৩, পতেঙ্গায় ১৬৮, হালিশহরে ১৬৭, ডবলমুরিংয়ে ১৪১, বন্দরে ১২৩, পাহাড়তলীতে ১১৪, ইপিজেডে ১১২, চকবাজার ও আকবর শাহ ১১১ জন করে ও চান্দগাঁও থানায় ১০৬ জন রোগী শনাক্ত হয়। মহানগরীর ১৬টি থানা এলাকায় মোট আক্রান্ত ২৩০০ জন। মহানগরসহ জেলায় এ পর্যন্ত আক্রান্ত ৩১৮৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।