Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীর ইন্ডাস্ট্রিজকে পাশে পেয়ে আপ্লুত শাখাওয়াত

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের প্রতিশ্রুতিশীল গলফার সাখাওয়াত হোসেন এর পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়েছে মীর ইন্ডাস্ট্রিজ। এই উপলক্ষে মীর ইন্ডাস্ট্রিজের কনফারেন্স রুমে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গলফার সাখাওয়াত হোসেন ছাড়া ও প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মীর ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিসেস সোহেলা হোসেন। তিনি বলেন, বাংলাদেশে এই রকম একটি খেলার পৃষ্টপোষকতা করতে পেরে আমরা গর্বিত বোধ করছি। এমন উদ্যোগের সাথে আমরা আছি। ভবিস্যতেও থাকতে চাই।’ এমন পৃষ্ঠপোষকতা পেয়ে গলফার সাখাওয়াত হোসেন সোহেল বলেন, আমি অনেক দিন ধরেই গলফ খেলে আসছি, আপনারা জানেন গলফ একটি ব্যয়বহুল খেলা। তাই অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করে ওঠা সম্ভব হয়ে ওঠেনা। কিন্তু আজ মীর ইন্ডাস্ট্রিজের এমন একটি সহযোগিতায় আমার স্বপ্ন আরো বড় হলো। আমি আশা রাখছি তাদের এই সহযোগিতার প্রতিদান দিতে পারব। বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ সম্মান এনে দেবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীর ইন্ডাস্ট্রিজকে পাশে পেয়ে আপ্লুত শাখাওয়াত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ