বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৬৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ জেলায় একদিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। মঙ্গলবার (২ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ২৩০ টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্তদের মাঝে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ৩৬ জন, মমেক হাসলপাতালের দুই ডাক্তারসহ ১৩ জন স্বাস্থ্যকর্মী।
ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলায় পাচঁ জন করে, নান্দাইলে চার জন রয়েছেন।
তিনি আরও জানান, এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৫৬৫ জন। আক্রান্তদের মাঝে বর্তমানে হাসলপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। হোম আইসোলেশনে আছেন ৩৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।