Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনায় মারা গেলেন সিলেট ওসমানী হাসপাতালের সাবেক ভিপি ডা. মনজুর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৬:৩৯ পিএম

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা: মনজুর রশিদ চৌধুরী (৬১)। এছাড়া তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯জন চিকিৎসক। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪। বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল বলেন, ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার চেম্বার ছিল ডা: মনজুর রশিদের। ওই হাসপাতালের বেডেই করোনার সাথে যুদ্ধ করেন টানা ১৮দিন তিনি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ছিলেন কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ