Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে বাঁচাতে পারে বৃষ্টি

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : লর্ডসে রাজকীয় জয়ের পর এখন মুদ্রার উল্টো পিঠ দেখছে পাকিস্তান। ইংল্যান্ডের ৫৮৯ রানের জবাবে প্রথম ইনিংসে দু’শও করতে পারেনি সফরকারীরা। ফলে ইনিংস ব্যাধানে হার তাদের জন্য মনে হচ্ছে এখন সময়ের ব্যাপার মাত্র।
সফরকারী কোন ব্যাটসম্যানই নামের প্রতি সুবিচার করতে পারেনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে এক পাশে দাঁড়িয়ে চারজনকে অসহায়ভাবে ফিরে যেতে দেখেছেন মিজবাহ-উল-হক। নবম উইকেট জুটিতে ওহাব রিয়াজকে সাথে নিয়ে ইনিংস সর্বোচ্চ ৬০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের অপেক্ষাই যেন বাড়াচ্ছিলেন পাকিস্তান অধিনায়ক। মঈন আলীর বলে ব্যক্তিগত ৫২ রান করে ইংলিশ অধিনায়ক কুকের হাতে ধরা পড়ে মিজবাহ ফেরার পর অপেক্ষার অবসান ঘটে। এরপর ১৯৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রিয়াজ। ইংলিশরা তখনও ৩৯১ রানে এগিয়ে। প্রথম ইনিংসে পাকদের বিপক্ষে ইংলিশদের এটি দ্বিতীয় বৃহত্তম লিড। ৬৭ রানের খরচায় ক্রিস ওকস নেন ৪ উইকেট, দুটি করে উইকেট নেন মঈন আলী ও বেন স্টোকস। এমন মুমূর্ষু দশায় পাক-অধিনায়ক নিশ্চয় চাইবেন যেভাবেই হোট ম্যাচ বাঁচাতে। সেটা প্রকৃতির সাহায্য নিয়ে হলেও। অপাতত এটাই মনে হচ্ছে ম্যাচ ড্র’র দিকে যাওয়ার একমাত্র ভরসা। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রকৃতি মিজবাহদের পক্ষেই ছিল। কোন উইকেট না হারিয়ে পাকিস্তানের সংগ্রহ তখন ১১ রান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানকে বাঁচাতে পারে বৃষ্টি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ