Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণপাড়ায় পুলিশের এস আই ও একই পরিবারের ৩ জন সহ ১০ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মনপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ৪:০৭ পিএম

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় ২ জুন ব্রাহ্মনপাড়া থানার এস আই ও একই পরিবারের ৩ জন সহ নতুন করে ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ ও ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন। আক্রান্তরা হলেন ব্রাহ্মনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দেলোয়ার হোসেনের মা আনোয়ারা (৫০) চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সফিকুল ইসলাম ওরফে রফিক মাষ্টারের মেয়ে জান্নান (১৪) মালাপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের করোনায় আক্রান্ত পুলিশ সদস্য সালাউদ্দিনের স্ত্রী তানজানা আক্রার (২৮) তার মেয়ে সাবিকুর নাহার, ছেলে ফয়সাল (১৯) একই ইউনিয়নের আছাদনগর গ্রামের আবুল কালাম আজাদ (৩৫) মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মেচবাহ উদ্দিন (৪০) ব্রাহ্মনপাড়া উপজেলার উপজেলা প্রকৌশলী ( পি আই ও) অফিসের অফিস সহকারী সুরেশ (৩১) এবং উপজেলা প্রানী সম্পদ অফিসে থাকা আল আমিন (২৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ ও ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ