বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় ৪ জনসহ একদিনে ৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী আক্রান্ত হয়েছে। অন্যজন করোনা আক্রান্ত রোগী ৮নং দূর্গাপুর এলাকার হলেও নমুনা প্রদানের সময় পূর্নাঙ্গ ঠিকানা দেয়নি ওই রোগী। গতকাল (১ জুন) মধ্যরাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। ১ জুন ৫ জনসহ মীরসরাইয়ের ১৮ জনের দেহে করোনা ভাইরাস আক্রান্তের তথ্য পাওয়া যায়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, সর্বশেষ শনাক্ত হওয়া রোগীদের গত ২৭ মে নমূনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে রিপোর্টের জন্য বিআইটিআইডিতে পাঠানো হলে ১ জুন রাতে তাদের রিপোর্ট ‘পজিটিভ’ শনাক্ত হয়ে আসে।
আক্রান্তদের মধ্যে একজন মহিলা (৬৫ বছর), আর তিনজন পজিটিভ হওয়া পুরুষদের মধ্যে বয়স যথাক্রমে৭০, ৩৩ এবং ৩২ বছর বয়সী। তারা সকলেই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের, পশ্চিম মায়ানী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, কোনো ব্যক্তির করোনা পজিটিভ হওয়ার সাথে সাথে আমরা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বাড়ি লকডাউন ও পরিবারের সকলকে হোম কোয়ারিন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে থাকি। এরপর ওইসব ব্যক্তির পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।