Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা সংক্রমণরোধে মতলব দক্ষিণ উপজেলার বাজার ১০ দিন বন্ধ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২০, ২:২৬ পিএম

করোনা সংক্রমণরোধে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজার ১০ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কাল ৩ জুন থেকে ১৩ জুন পর্যন্ত মতলব বাজারের ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ তথ্য নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ফাহমিদা হক।
তিনি জানান, মতলব বাজারের দুই জন ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছেন। তারা নমুনা দেয়ার পর আইসোলেশনে না থেকে অবাধ বিচরণে ছিল। তারা অনেকের সাথে মিশেছেন। এ অবস্থায় লকডাউন না করলে এটা পেনডেমিক আকার ধারণ করতে পারে। তিনি বলেন, বাজারে গেদারিংটা বেশি। তাই বাজারের দোকানপাট সব বন্ধ থাকবে। ওষুধের দোকান খোলা থাকবে তাও তারা স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখবে।
এর আগে তিনি একটি ঘোষণা দেন এতে বলা হয়, মতলব পৌর এলাকায়, বিশেষ করে মতলব বাজার সংলগ্ন এলাকা, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন জনসাধারণের করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়াতে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির যৌথ সিদ্ধান্তক্রমে, মতলব বাজার নির্দিষ্ট সময়ের (৩ জুন হতে ১৩ জুন পর্যন্ত ) জন্য কাল সকাল ৮ টায় লকডাউন করা হবে।
সকল ব্যাবসায়ীদের তাদের দোকান গুছিয়ে ফেলার জন্য অনুরোধ করা হল। মেডিসিনের দোকান লকডাউন এর আওতাভুক্ত থাকবে না।

করোনা সংক্রমণ রোধে গতকাল সোমবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান ১০দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ