বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ঘন্টায় নতুন করে আরও ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪৯৭জনে। নতুন করে করোনায় আক্রান্ত ১১জনের মধ্যে ৯জনই হচ্ছে জিনজিরা ইউনিয়নের। বাকী ২জনের ১জন হচ্ছে কালিন্দী ও অপর ১জন হচ্ছে রোহিতপুর ইউনিয়নের বাসিন্দা। জিনজিরার ১১জনের মধ্যে আবার ৩জন নারী রয়েছে। এপর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আক্রান্তের শীর্ষে অবস্থান করছে জিনজিরা ইউনিয়ন। জিনজিরা ইউনিয়নে আক্রান্তের শীর্ষ তালিকায় রয়েছে হাউলি ও মডেল টাউন এলাকা। অনেকেই জিনজিরা ইউনিয়নকে এখন করোনা আক্রান্তের ডেঞ্জার জোন হিসেবে আখ্যায়িত করেছেন। ইতিমধ্যে হাউলি ও এর পাশবর্তী মহল্লায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে। জিনজিরা, আগানগর,শুভাঢ্যা ও কালিন্দী ইউনিয়নের মানুষ এখন করোনা আক্রান্তের চরম আতংকের মধ্যে রয়েছেন।এসব এলাকায় পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে আক্রান্তের তালিকায় র্যাব ও পুলিশের পরে রয়েছে কেরানীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক,নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী,সাজেদা হাসপাতাল, আদদীন হাসপাতাল ও পল্লী বিদ্যুত অফিস। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন জানান, মানুষ যদি সামাজিক দুরুত্ব বজায় না রাখে এবং সচেতন না হয় তাহলে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।